
শরিফুল ইসলাম টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার এলেঙ্গা পৌরসভা সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলেঙ্গা হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কলেজ মোড় ঘুরে এলেঙ্গা বাসস্ট্যান্ড পুলিশ বক্স প্রাঙ্গণে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মোঃ মেহেদী হাসান, ছাত্র প্রতিনিধি (সমন্বয়), টাঙ্গাইল জেলা ও সাবেক যুগ্ম আহ্বায়ক, টাঙ্গাইল জেলা। এ সময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক, এলেঙ্গা পৌর বিএনপি মোঃ কবির হোসেন, ছাত্র প্রতিনিধি, টাঙ্গাইল জেলা এবং মোঃ ফারদিন, ছাত্র প্রতিনিধি, এলেঙ্গা পৌরসভা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি তারা ওসমান হাদী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত করেন।
বিক্ষোভ মিছিলে এলাকার সর্বস্তরের ছাত্র ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।























