১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বুড়িচং মইনিয়া নজরুলীয়া দরবার শরীফের ১০ তম ওরছ শরীফে ছেমা মাহফিল ও কাওয়ালী আনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৯:৪৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • 72

মুহা.শরীফুল ইসলাম সুমন

কুমিল্লার বুড়িচং মইনিয়া নজরুলীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক লেখক, গবেষক আল্লামা পীর নজরুল ইসলাম সাদকপুরী আল মাইজভান্ডারী (রহঃ) এর ১০তম ওরশ শরীফ উপলক্ষে বার্ষিক ছেমা মাহফিল ও কাওয়ালী পরিবেশন হয়েছে।
(১০ ডিসেম্বর ২০২৫) বুধবার পীর নজরুল ইসলামের সুযোগ্য সন্তান ও দরবারের গদ্দিনিশীন মাওলানা খাজা শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরী ও ছোট শাহজাদা মুফতি শামস তিবরীজ সাদকপুরী এর সার্বিক তত্ত্বাবধানে দরবার শরীফের মাঠ প্রাঙ্গনে সারা রাত ব্যাপী এই ওরছ শরীফে হাজারো ভক্ত-অনুরাগীর উপস্থিতি দেখা গেছে। উক্ত মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, মাশায়েখ এবং ধর্মীয় চিন্তাবিদরা পবিত্র কোরআন ও সুন্নাহভিত্তিক আলোচনায় মানবতার মুক্তি, আত্মিক উন্নয়ন, সমাজ সংস্কার ও নৈতিকতার প্রসারে আধ্যাত্মিকতার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন,মইনিয়া নজরুলিয়া দরবার দীর্ঘদিন ধরে মানুষের অন্তরে শান্তি, ভ্রাতৃত্ব, প্রেম ও আধ্যাত্মিক জ্ঞানের আলো ছড়িয়ে আসছে।উক্ত ওরছ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নজরুল ইসলাম সাদকপুরীর চাচা মাওলানা মুফতি সাইফুল ইসলাম।মোনাজাতে  বিশ্ব মানবতার কল্যাণ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়। পরিশেষে ছেমা মাফিলে কাওয়ালী পরিবেশন করেন দেশবরেণ্য কাওয়ালী কণ্ঠশিল্পী মইনুদ্দীন সাবিদ ও আজিজ দেওয়ানসহ অন্যান্য শিল্পীরা।

ক্যাপশন:-গতকাল বুধবার রাতে কুমিল্লার বুড়িচং মইনিয়া নজরুলীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক লেখক, গবেষক আল্লামা পীর নজরুল ইসলাম সাদকপুরী আল মাইজভান্ডারী (রহঃ) এর ১০তম ওরশ শরীফ উপলক্ষে বার্ষিক ছেমা মাহফিল ও কাওয়ালী পরিবেশন হয়েছে।

জনপ্রিয়

কুমিল্লায় পাহাড় কাটায় এক মামলায় ৮ লাখ টাকা অর্থদণ্ড, এক্সকেভেটর জব্দ

বুড়িচং মইনিয়া নজরুলীয়া দরবার শরীফের ১০ তম ওরছ শরীফে ছেমা মাহফিল ও কাওয়ালী আনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:৪৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

মুহা.শরীফুল ইসলাম সুমন

কুমিল্লার বুড়িচং মইনিয়া নজরুলীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক লেখক, গবেষক আল্লামা পীর নজরুল ইসলাম সাদকপুরী আল মাইজভান্ডারী (রহঃ) এর ১০তম ওরশ শরীফ উপলক্ষে বার্ষিক ছেমা মাহফিল ও কাওয়ালী পরিবেশন হয়েছে।
(১০ ডিসেম্বর ২০২৫) বুধবার পীর নজরুল ইসলামের সুযোগ্য সন্তান ও দরবারের গদ্দিনিশীন মাওলানা খাজা শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরী ও ছোট শাহজাদা মুফতি শামস তিবরীজ সাদকপুরী এর সার্বিক তত্ত্বাবধানে দরবার শরীফের মাঠ প্রাঙ্গনে সারা রাত ব্যাপী এই ওরছ শরীফে হাজারো ভক্ত-অনুরাগীর উপস্থিতি দেখা গেছে। উক্ত মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, মাশায়েখ এবং ধর্মীয় চিন্তাবিদরা পবিত্র কোরআন ও সুন্নাহভিত্তিক আলোচনায় মানবতার মুক্তি, আত্মিক উন্নয়ন, সমাজ সংস্কার ও নৈতিকতার প্রসারে আধ্যাত্মিকতার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন,মইনিয়া নজরুলিয়া দরবার দীর্ঘদিন ধরে মানুষের অন্তরে শান্তি, ভ্রাতৃত্ব, প্রেম ও আধ্যাত্মিক জ্ঞানের আলো ছড়িয়ে আসছে।উক্ত ওরছ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নজরুল ইসলাম সাদকপুরীর চাচা মাওলানা মুফতি সাইফুল ইসলাম।মোনাজাতে  বিশ্ব মানবতার কল্যাণ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়। পরিশেষে ছেমা মাফিলে কাওয়ালী পরিবেশন করেন দেশবরেণ্য কাওয়ালী কণ্ঠশিল্পী মইনুদ্দীন সাবিদ ও আজিজ দেওয়ানসহ অন্যান্য শিল্পীরা।

ক্যাপশন:-গতকাল বুধবার রাতে কুমিল্লার বুড়িচং মইনিয়া নজরুলীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক লেখক, গবেষক আল্লামা পীর নজরুল ইসলাম সাদকপুরী আল মাইজভান্ডারী (রহঃ) এর ১০তম ওরশ শরীফ উপলক্ষে বার্ষিক ছেমা মাহফিল ও কাওয়ালী পরিবেশন হয়েছে।