
বিশেষ প্রতিনিধি শওকত হোসেন মুন্না চট্টগ্রাম
লায়ন্স ক্লাব অফ চট্টগ্রামের উদ্যোগে এক অনন্য কর্মশালা
“সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে”—
এই মানবিক ও সামষ্টিক চেতনা ধারণ করে ২৯ নভেম্বর ২০২৫ তারিখটি হয়ে রইলো এক স্মরণীয় দিন।
লায়ন্স ক্লাব অফ চট্টগ্রামের আয়োজনে
সড়ক ব্যবহার ও নিরাপত্তা বিষয়ে অনুষ্ঠিত এই কর্মশালায়
আমি স্পিকার হিসেবে উপস্থিত থেকে
সচেতনতা, দায়িত্ববোধ ও মানবিকতার আলোকে
সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরার সুযোগ পেয়েছি।
সড়ক নিরাপত্তা আজ কেবল আইন নয়—
বরং আমাদের ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব।
একটি সাবধানতা, একটি সচেতন সিদ্ধান্ত,
অসংখ্য পরিবারের ভবিষ্যৎ রক্ষা করতে পারে।
অনুষ্ঠানের প্রধান অতিথি
কর্মশালাটিকে আরও উজ্জ্বল করেছে
দৈনিক আজাদী’র সম্মানিত সম্পাদক
জনাব আব্দুল মালেক–এর মূল্যবান উপস্থিতি।
উনার সারগর্ভ বক্তব্য ও দূরদর্শী পরামর্শ
অনুষ্ঠানের মান ও গুরুত্বকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
গভীর কৃতজ্ঞতা জানাই,
প্রিয় লায়ন রেবেকা নাসরিন আপা,
প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব চিটাগং—
যার আন্তরিক প্রচেষ্টা ও নেতৃত্বে
এমন বাস্তবমুখী ও প্রয়োজনীয় কর্মশালার আয়োজন সম্ভব হয়েছে।
আমাদের প্রতিজ্ঞা—
“আমি সচেতন, আমি দায়িত্বশীল”
এই অঙ্গীকার নিয়েই আমরা এগিয়ে যাবো
একটি নিরাপদ, মানবিক ও সুসভ্য সমাজ গড়ার পথে।























